জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরির শূন্য পদে মোট ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ০২
বিভাগ: লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে প্রথম বিভাগ/জিপিএ-৪.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: স্নাতকোত্তর/সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এমফিল/সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ১ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এবং স্বীকৃত জার্নালে (পিয়ার রিভিউড) ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে; যাদের মধ্যে First Author হিসেবে ন্যূনতম ১টি প্রকাশনা থাকতে হবে।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা
গ্রেড: ০৬
২. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ০১
বিভাগ: ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে কমপক্ষে প্রথম বিভাগ/জিপিএ-৪.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ-৪.০০ এর মধ্যে সিজিপিএ ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
৩. পদের নাম: পেশ ইমাম
পদসংখ্যা: ০১
বিভাগ: কেন্দ্রীয় মসজিদ
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবী/ইসলামী স্টাডিস এ স্নাতকোত্তর ডিগ্রি/দাওরায়ে হাদিস/কামিল ডিগ্রিধারী হতে হবে।
অন্যান্য যোগ্যতা: বড় কোনো মসজিদে ইমাম হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। উল্লিখিত যোগ্যতাসম্পন্ন হফেজ এবং ক্বারীদের অগ্রাধিকার দেয়া যেতে পারে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণি/সমমান সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা
গ্রেড: ০৯
আবেদনকারীর বয়সসীমা: ক্রমিকে উল্লিখিত ৩নং পদে প্রার্থীর সর্বোচ্চ বয়স ৪৫ বছর।
দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে ৮ সেট আবেদনের সাথে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, প্রশিক্ষণ সংক্রান্ত ও অন্যান্য সকল মূল/সাময়িক সনদপত্রসহ সকল প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত অনুলিপি যথা সময়ের মধ্যে জমা দিতে হবে। আবেদনপত্রের একটি সফটকপি vcjkkniu@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪।
আবেদন ফি: সোনালী ব্যাংকের যেকোনো শাখায় রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, সোনালী ব্যাংক লিমিটেড, বিশ্ববিদ্যালয় শাখা, ত্রিশাল, ময়মনসিংহ এর অনুকূলে ১ থেকে ৩নং পদের জন্য ৬০০/- টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২১ মে ২০২৪, বিকেল ০৪টা পর্যন্ত।