।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে রেলপথ সংস্কার প্রকল্পে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এনফোর্সমেন্ট’র অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, প্রায় ৩৪ কোটি ব্যয়ে উলিপুর থেকে চিলমারী পর্যন্ত ১০.৫০ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পে অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে।
বুধবার (৮ মে) দিনভর এনফোর্সমেন্ট অভিযানে নেতৃত্ব দেন কুড়িগ্রামের দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক।
এ সময় অভিযানে সদস্য হিসেবে ছিলেন দুদকের সহকারী পরিচালক মোঃ খালিদ মাহমুদ, উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম, উপসহকারী পরিচালক মোঃ মামুন আলী মন্ডল প্রমুখ।
কুড়িগ্রাম দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক বলেন, অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণসহ ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে টিম রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য নেয়া হয়েছে। পরবর্তীতে অভিযোগের সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে টিম বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাটের দপ্তরে যায় এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেছে। যা পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।