।। টেক ডেস্ক ।।
কাজের ক্ষেত্রে অনেক সময় কম্পিউটারের স্ক্রিনে ভাসমান বার্তা বা ছবি আলাদা করে সংরক্ষণের প্রয়োজন পড়ে। ব্যস্ততার মুহূর্তে সময় বাঁচাতে অনেকেই স্ক্রিনশট নিয়ে প্রয়োজনীয় কাজে এসব ছবি ব্যবহার করে থাকেন। কিন্তু এরকম অনেক উইন্ডোজ ব্যবহারকারী আছেন যারা কম্পিউটারে সহজেই স্ক্রিনশট ঠিকভাবে নিতে পারেন না। এর ফলে কাজে ব্যাঘাত ঘটার পাশাপাশি ওই ব্যবহারকারীদের পোহাতে হয় নানাবিধ ঝামেলা। তবে চাইলেই সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলা কম্পিউটার থেকে স্ক্রিনশট নেয়া সম্ভব।
চলুন জেনে নেয়া যাক কম্পিউটারে স্ক্রিনশট নেয়ার সহজ পদ্ধতিগুলিঃ-
কি-বোর্ডের উইন্ডোজ ও প্রিন্ট স্ক্রিন বাটন একসাথে চেপে ধরে কম্পিউটারের স্ক্রিনের স্ক্রিনশট নেয়া যায়। অত্যন্ত দ্রুত ও সহজেই এ কাজটি করা যায়। এক্ষেত্রে উক্ত স্ক্রিনশটটি পাওয়া যাবে কম্পিউটারের সি ড্রাইভের মধ্যে।
কম্পিউটারের স্ক্রিনের নির্দিষ্ট অংশের স্ক্রিনশট নিতে উইন্ডোজের স্নিপিং টুল প্রোগ্রাম ব্যবহার করতে হবে। এটি বেশ জনপ্রিয় একটি পদ্ধতি এবং এই টুল প্রোগ্রাম ব্যবহারের জন্য প্রথমে উইন্ডোজ, শিফট ও এস বাটনে একসাথে চেপে ধরে মাউসের কার্সারের মাধ্যমে পর্দার নির্দিষ্ট অংশ নির্বাচন করা শেষে ডানে একটি পপআপ বার্তা দেখা যাবে। তারপর ওই বার্তাটিতে ক্লিক করে নিজের পছন্দ মতো ফোল্ডারে স্ক্রিনশটটি সংরক্ষণ করতে পারবেন।
প্রিন্ট স্ক্রিন বাটনের মাধ্যমেও স্ক্রিনশট নেয়া যায়। এর জন্য কি-বোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটন চাপার পর মাইক্রোসফট অফিস, পাওয়ার পয়েন্ট, অ্যাডবি ফটোশপ বা মাইক্রোসফট পেইন্টে গিয়ে কি-বোর্ডের CTRL+V কি একসাথে চাপলে স্ক্রিনশটটি সেই খানে পেস্ট হয়ে যাবে। যা ব্যবহার করে প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারেন।