২১শে ফেব্রুয়ারী বাঙালী জাতীর জীবনে এক মহান চেতনার দিন। ১৯৫২ সালের এই দিনে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ শ্লোগানে ঢাকার কালো পিচ ঢালা রাজপথে প্রাণ দেয় বাংলা মায়ের দামাল ছেলেরা।তাদের তাজা রক্তে লাল হয় কৃষ্ণচূড়া।এই স্মৃতিকে বুকে ধারণ করে ঘটে আজকের বাংলাদেশের রূপরেখা এবং বাঙালী জাতীয় চেতনার উন্মেষ।তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে বাঙালীরা প্রতিবছর নানা অনুষ্ঠান উৎযাপন করে থাকেন।
আজ সকাল ৮:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত ধরণীবাড়ী মডেল প্রি-ক্যাডেট স্কুল’এ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ খ্রিঃ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যায়যায় বেলার সম্পাদক আইনজীবি মোঃ আব্দুল গফুর, স্কুলের দাতা ও সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল গফ্ফার সরকার, শিক্ষানুরাগী অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা আলহাজ্ব মোঃ আবুল কাশেম, শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ ডাঃ মোঃ শাহজাহান আলী, প্রতিষ্ঠানের সহঃ পরিচালক (মনিটরিং) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ বি.এসসি, (প্রশাসনিক) মোঃ আবুল কালাম আজাদ বাবলু এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হাই সহ এলাকার গণ্যমান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।
র্যালি শেষে স্কুল প্রাঙ্গণে ২১ ফেব্রুয়ারীর গুরুত্ব ও ইতিহাস নিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।