।। টেক ডেস্ক ।।
সম্প্রতি গুগল ক্রোমের সাথে সামঞ্জস্য রেখে একটি ম্যালওয়্যারযুক্ত ভুয়া ক্রোম ব্রাউজার অ্যাপ তৈরি করে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চালিত স্মার্টফোন থেকে তথ্য চুরির পাশাপাশি সাইবার অপরাধীরা ব্যবহারকারীর অর্থ হাতিয়ে নিতে সক্ষম হচ্ছে। ‘ম্যামোন্ট’ নামক নতুন এক ধরণের ম্যালওয়্যারের সন্ধান পাওয়া গেছে তৈরিকৃত ভুয়া এই অ্যাপটিতে। যা শনাক্ত করেছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান জি ডেটা-এর গবেষকরা। তাঁরা জানিয়েছেন চলতি বছরের ফেব্রুয়ারিতে ম্যাকাফির আবিষ্কার করা ‘এক্সলোডার’ ম্যালওয়্যারের নতুন রূপ এই ম্যালওয়্যারটি।
যেভাবে ক্ষতি করে
অধিকাংশ ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান কিংবা অপরিচিত কোনো ব্যক্তির পাঠানো লিংকে না বুঝেই ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে স্মার্টফোনে ইনস্টল হতে শুরু করে ‘গুগল ক্রোম অ্যাপ’ নামের ভুয়া অ্যাপটি। এছাড়া বিভিন্ন শর্ত পূরণের জন্য ব্যবহারকারীর কাছ থেকে ফোনকল ও এসএমএস আদান-প্রদানের অনুমতি চেয়ে থাকে অ্যাপটি। একই সাথে বিভিন্ন মানের পুরস্কার জেতার প্রলোভন দেখিয়েও ব্যবহারকারীদের থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য ও বিভিন্ন ব্যক্তিগত তথ্য নিজের আয়ত্তে নিয়ে পরবর্তীতে সাইবার অপরাধীদের কাছে পাঠিয়ে দেয়। আর এসব তথ্য কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা অর্থ হাতিয়ে নেয়ার পাশাপাশি শুরু করে দেয় তাদের নানান অপকর্ম।
অ্যাপটি চেনার উপায়
ভুয়া এই ম্যালওয়্যারযুক্ত অ্যাপটি দেখতে একেবারে ক্রোম ব্রাউজারের মতো হলেও অ্যাপটির চারদিকে একটি কালো রঙের আবরণ দেখা যায়। পাশাপাশি অ্যাপটি প্লে-স্টোরের পরিবর্তে লিংকের মাধ্যমে নামাতে হয় বলে ব্যবহারকারীরা একটু সতর্ক থাকলেই ভুয়া অ্যাপটির অপব্যবহার থেকে বাঁচতে পারবেন।
সতর্ক
অপরিচিত কেউ বা কোনো প্রতিষ্ঠানের পাঠানো লিংকে না বুঝে ক্লিক করবেন না। আবার সন্দেহজনক ব্যক্তি ও প্রতিষ্ঠান মনে হলে তার থেকে দূরে থাকার চেষ্টা করুন। যেকোনো ধরণের ম্যালওয়্যার হামলা থেকে নিরাপদ থাকতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাঠানো মেসেজ বা বার্তায় ক্লিক করার আগে ভালোভাবে খেয়াল করুন।