জরীফ উদ্দীনঃ
আজ ১৯ শে ফেব্রুয়ারি বিকাল ৪ ঘটিকায় কুড়িগ্রাম পৌর হলে পথ ও প্রবাসের গল্প খ্যাত, কুড়িগ্রামের কৃতি সন্তান, আমেরিকা প্রবাসী লেখক আবু রায়হানকে সংবর্ধনা প্রদান করেন রেল-নৌ, যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম।
সাখাওয়াত স্বপনের সঞ্চালনায় গণকমিটির প্রধান সমন্বয়ক ও কলামিস্ট নাহিদ হাসান নলেজ এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রথম আলোর সাংবাদিক সফি খান, গণকমিটির কেন্দ্রীয় উপদেষ্টা ও কুড়িগ্রাম সমিতির মহাসচিব সাইদুল আবেদীন ডলার। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পি.পি কুড়িগ্রাম ও উত্তরবঙ্গ যাদুঘর, কুড়িগ্রামের প্রতিষ্ঠাতা আব্রাহাম লিংকন। স্বাগত বক্তব্য রাখেন গণকমিটির জেলা সভাপতি তাজুল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাতে লেখক তার রচিত গ্রন্থ রমনা মেইল, রাজা দংশন ও পথ ও প্রবাসের গল্প তুলে দেন এবং উপস্থিত সকলের হাতে সংবর্ধনা স্মারকপত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে আবু রায়হান রচিত কবিতা, পুঁথি ও গান নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।