।। উপজেলা প্রতিনিধি ।।
রাজিবপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী শফিউল আলম অভিযোগ করেছেন, তার পক্ষে জনসংযোগের সময় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা করেছে বলে লিখিত অভিযোগ দাখিল করেন। রোববার (২৮ এপ্রিল) এ বিষয়ে তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি বলেন, রোববার উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাটাধোয়াপাড়া এলাকায় তার সমর্থক বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট আনোয়ার), সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনুসহ আরও কয়েকজন তার পক্ষে ভোট চান। এ সময় উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী প্রার্থী আরিফুল কবির তালুকদার রানার সমর্থকরা তাদের বাধা দেন এবং লাঞ্ছিত করে। এক পর্যায়ে তাদের ওপর হামলা করেন। পরে ভোট চাওয়া বিরত রেখেই ঘটনাস্থল ত্যাগ করেন শফিউল আলম ও তার অনুসারীরা।
এ ঘটনা জানার পর চেয়ারম্যান প্রার্থী শফিউল আলম দশ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করেন জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে।
অপর চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল কবির তালুকদার রানাও লিখিত অভিযোগ করে বলেন, মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন (কারেন্ট আনোয়ার) তার এলাকার ভোটারদের স্থানীয় সংসদ সদস্যর কথা বলে ভোটারদের প্রভাবিত করেন।
অভিযোগের প্রেক্ষিতে জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসারের নির্দেশে রাজিবপুর উপজেলা ও সহকারী রিটার্নিং অফিসার লিটু আহমেদ দুই প্রার্থীকে ডেকে তাদের অভিযোগ শোনেন এবং পরে তাদের দুজনের কাছে লিখিত অঙ্গীকার নিয়ে নিয়ম অনুযায়ী ভোটের জনসংযোগ পরিচালনা করার নির্দেশ দেন এবং জনসভা ও মিছিল করার আগে অনুমতি নেওয়ার জন্য নির্দেশনা দেন।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, কাউকে হুমকি দেওয়া, ভোট চাওয়ায় বাধা প্রদান, নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। রাজিবপুর উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য সকল প্রস্তুতি নেয়া হয়েছে। কোনো অনিয়ম হলে কাউ কেউ ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি।
প্রথম ধাপে আগামী ৮ মে রাজিবপুর উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
//নিউজ/রাজিবপুর//সুজন-মাহমুদ/এপ্রিল/৩০/২৪