।। টেক ডেস্ক ।।
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ বর্তমানে প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি ব্যক্তিগত যোগাযোগেও সকলের কাছে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। ব্যবহারকারীদের পাঠ্য এবং ভয়েস বার্তা পাঠাতে, ভয়েস ও ভিডিও কল করতে এবং ছবি, নথি, ব্যক্তির অবস্থান ছাড়াও অন্যান্য সামগ্রী ভাগ করে থাকেন এই পরিষেবাটির মাধ্যমে। তবে এদানিং অনেককেই এই প্ল্যাটফর্মটির অপব্যবহার করতেও দেখা যাচ্ছে। যা একটি অ্যাকাউন্টের জন্য ক্ষতির থেকে কোনো অংশে কম নয়। এমনকি এসব ভুলের জন্য সাময়িক বা পুরোপুরিভাবে বন্ধ হতে পারে ব্যবহারকারীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট।
চলুন জেনে নেয়া যাক যেসব কাজ করলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হতে পারেঃ-
অননুমোদিত হোয়াটসঅ্যাপ অ্যাপের ব্যবহার: থার্ড পার্টির আন-অফিশিয়াল যেমন- হোয়াটসঅ্যাপ ডেল্টা, জিবি হোয়াটসঅ্যাপসহ হোয়াটসঅ্যাপ প্লাস এর মতো অ্যাপ ব্যবহারের ফলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। তাই ব্যবহারকারীরা এই ধরণের অননুমোদিত অ্যাপের ব্যবহার করা থেকে দূরত্ব বজায় রাখুন।
ভুয়া অ্যাকাউন্ট তৈরি: যদি কেউ অন্যের নাম, পরিচয় বা তথ্য ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে সেই সমস্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। কেননা, অনেক সময় প্রতারক চক্র তারকা, জনপ্রিয় ব্যক্তি কিংবা বড় কোনো প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করে নানান ঝামেলায় ফেলতে পারে। যদি কোনোভাবে এ রকম কার্যক্রম শনাক্ত হয় তাহলে পুরোপুরি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করতে পারে মেটা মালিকাধীন হোয়াটসঅ্যাপ।
অপরিচিত কাউকে বেশি বার্তা পাঠানো: কন্টাক্ট লিস্ট ব্যতীত অপরিচিত কোনো ব্যক্তিকে অনেক বেশি পরিমাণে বার্তা পাঠালে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। আবার বাল্ক মেসেজ পাঠানোর মাধ্যমেও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। এছাড়া অ্যাকাউন্ট সুরক্ষায় অটো মেসেজ বা ডায়াল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে ব্যবহারকারীদের।
বেশি রিপোর্ট জমা হওয়া: যদি কোনো অ্যাকাউন্টের মধ্যে স্বাভাবিকের তুলনায় বেশি পরিমাণে অভিযোগ বা রিপোর্ট জমা হয়, তাহলে সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। এ কারণে অপরিচিত কাউকে বার্তা পাঠানোর পাশাপাশি বাল্ক মেসেজ পাঠানো ও অসমর্থিত উৎসের ভুয়া তথ্য ছড়ানো থেকে সতর্ক থাকা জরুরী।
ভুয়া তথ্য ছড়ানো ও নীতি লঙ্ঘন: হোয়াটসঅ্যাপ ব্যবহারের ক্ষেত্রে কোনো সময় অবৈধ কর্মকাণ্ড কিংবা ভুয়া তথ্য ছড়ানোর দিকে নজর রাখতে হবে ব্যবহারকারীর। কেননা, যেসব অ্যাকাউন্ট ব্যবহার করে অবৈধ কর্মকাণ্ড কিংবা ভুয়া তথ্য ছড়ানো হয়, তবে সেই সকল অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।