।। নিউজ ডেস্ক ।।
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে ও মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় ফুলবাড়ী ও রাজিবপুরে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ নামাজের আয়োজন করা হয়।
ফুলবাড়ীতে সকাল সাড়ে ৯টায় মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার তিন শতাধিক মুসল্লির উপস্থিতিতে বৃষ্টির জন্য দুই রাকাত সালাতুল ইসতিসকার নামাজ আদায়ের পর বিশেষ মোনাজাত পরিচালনা করেন কাঁছারী মাঠের জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক। এ সময় তিনি সকল বালা-মুসিবত দূর করে ধরিত্রীতে বৃষ্টির ফল্গুধারা বইয়ে দেয়ার জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে আকুল আবেদন জানান।
একই সময়ে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রাবাইতারী ঈদগাহ মাঠ ও কাশিপুর ইউনিয়নের গংগাহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসতিসকার নামাজ ও মোনাজাত পরিচালনা করা হয়।
অপরদিকে তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে আল্লাহর রহমতের বৃষ্টির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজিবপুর উপজেলা শাখার উদ্যোগে মিফতাহুল উলুম নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইসতিসকার নামাজে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রহমান, কোদালকাটি ইউনিয়নের সভাপতি মাওলানা মফিজুল হক, সদর ইউনিয়ন সভাপতি ডা.শাহাব উদ্দিন, হাফেজ সাইফুল ইসলাম, হাফেজ মিজানুর রহমান, মাওলানা সাজিদুল ইসলাম প্রমুখ।
উক্ত নামাজে ইমামতি করেন মাওলানা শফিকুল্লাহ। বৃষ্টির প্রার্থনায় নামাজে উপজেলার সকল পর্যায়ের মানুষ অংশগ্রহণ এবং আল্লাহর নিকট বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেন।
প্রচণ্ড তাপদাহের বিষয়ে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, ফুলবাড়ীসহ কুড়িগ্রাম জেলা জুড়ে এক সপ্তাহ ধরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠা-নামা করছে। তবে আপাতত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলে জানান এ কর্মকর্তা।