।। উপজেলা প্রতিনিধি ।।
তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লাহর রহমতের বৃষ্টির জন্য চিলমারীতে বিশেষ ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। এটি তিন দিনব্যাপী আদায় করা হবে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বালাবাড়ীহাট ঈদগাহ মাঠে এ নামাজ আদায় করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে প্রথম দিনের এই নামাজে উপজেলার বিভিন্ন এলাকার মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টির জন্য মোনাজাত করা হয়।
এ সময় মুসল্লিরা কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দুহাত তুলে চিলমারীসহ তথা পুরো বাংলাদেশে রহমতের বৃষ্টির জন্য দোয়া করেন। বৃষ্টির জন্য ইসতিসকার এই নামাজে ইমামতি করেন মাওলানা শওকত আলী মন্ডল। দোয়া পরিচালনা করেন রিয়াজুল জান্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল আজিজ।
এছাড়া শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টায় ২য় দিন ইসতিসকার নামাজ পাত্রখাতা রিয়াজুল জান্নাহ্ দাখিল মাদ্রাসায় ও ৩য় দিন থানাহাট হ্যালিপ্যাড মাঠে আদায় করার জন্য সিদ্ধান্ত নেন মুসল্লিরা।
//নিউজ/চিলমারী//সোহেল/এপ্রিল/২৫/২৪