সম্প্রতি একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির রাজস্ব খাতভুক্ত ৪ ক্যাটাগরির ৫টি পদে ১৩ থেকে ২০তম গ্রেডে মোট ১৯ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০৫ (স্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। প্রার্থীকে বাংলায় ২৫, ইংরেজিতে ২৫, গণিতে ২০ এবং সাধারণজ্ঞায়ে ২০ সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে। উপরে বর্ণিত বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে সনদপত্র থাকতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ০২ (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলায় ২০, ইংরেজিতে ২০, গণিতে ২০ এবং কম্পিউটার বিষয়ক সাধারণজ্ঞায়ে ৩০ সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
৩. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ০২ (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। প্রার্থীকে বাংলায় ২৫, ইংরেজি ২৫, গণিতে ২০ এবং সাধারণজ্ঞায়ে ২০ সহ মোট ৯০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৫ (স্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০ এবং সাধারণজ্ঞায়ে ১০ সহ মোট ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
৫. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ০৫ (অস্থায়ী)
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: প্রার্থীকে বাংলায় ১০, ইংরেজিতে ১০, গণিতে ১০ এবং সাধারণজ্ঞায়ে ১০ সহ মোট ৪০ নম্বরের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
গ্রেড: ২০
আবেদনকারীর বয়সসীমা: ৫ মে ২০২৪ তারিখে, সাধারণ প্রার্থী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যাদের পুত্র-কন্যা (নাতি-নাতনি) এর ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না
ক্রমিকে উল্লিখিত ১, ২ ও ৩নং পদে মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, মাগুরা, কুষ্টিয়া, বরিশাল, পিরোজপুর ও পটুয়াখালী জেলা এবং ক্রমিকে ৪ ও ৫নং পদে গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, মাদারীপুর, টাঙ্গাইল, জামালপুর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, বগুড়া, রংপুর, যশোর, ঝিনাইদহ, বরিশাল ও ভোলা জেলা। তবে সকল জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আবেদন ফি: আগ্রহী প্রার্থীদের অনলাইন আবেদনে ক্রমিকে উল্লিখিত ১ থেকে ৩নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ২৩/- টাকা, সর্বমোট ২২৩/- টাকা এবং ক্রমিকে ৪ ও ৫নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ১২/- টাকা, সর্বমোট ১১২/- টাকা অফেরতযোগ্য টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে দুটি এসএমএসের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।
আবেদনের লিংক: http://moys.teletalk.com.bd
আবেদনের শেষ তারিখ: ৭ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।
সূত্র: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।