|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, এপ্রিল ২৪, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত
কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তর কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
https://www.ulipur.com/?p=31956
➤ চিলমারীতে ট্রাক্টর চাপায় চালকের মৃত্যু
পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রাস্তায় মাটি ফেলছিল কয়েকটি ট্রাক্টর। মাটি ফেলা শেষে গাড়ি ঘোরাতে গিয়ে গাড়ির নিয়ন্ত্রণ হারান চালক নজরুল ইসলাম। এ সময় তিনি গাড়ির নিচে চাপা পড়েন। পরে স্থানীয়রা তাকে গাড়ির নিচ থেকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
https://www.ulipur.com/?p=31954
➤ চিলমারীতে হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু
চিলমারীতে হিট স্ট্রোকে নজির হোসেন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় উপজেলার রমনা ইউনিয়নের রমনা ব্যাপারীপাড়া গ্রামে নিজ বাড়িতে অসুস্থ হয়ে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার রোকোনুজ্জামান সরকার।
https://www.ulipur.com/?p=31950
➤ উলিপুরে বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়
উলিপুরে অতি তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য সালাতুল ‘ইসতিসকার নামাজ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল ৮টায় উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নের মাঝবিল ঈদগাহ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়। মাওঃ মিনহাজুল ইসলামের ইমামতিতে নামাজে অংশ নেন উপজেলার বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লিরা।
https://www.ulipur.com/?p=31961
➤ কুড়িগ্রামের বেলগাছায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
কুড়িগ্রামে তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বুধবার (২৪ এপ্রিল) সকালে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিরাম ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে ইসতিসকার নামাজ আদায় করা হয়। নামাজ শেষে আল্লাহর কাছে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়।
https://www.ulipur.com/?p=31943