|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে কলেজ মোড় দক্ষিন ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির আলোচনা সভা
কুড়িগ্রামে কলেজ মোড় দক্ষিন ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় কলেজ মোড়স্থ শহীদ মুক্তিযোদ্ধা সৃতিফলক সংলগ্ন চত্বরে অনুষ্ঠানটি অনুষ্ঠান হয়। পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মো: কাজিউল ইসলাম।
➤ ভূরুঙ্গামারীতে উপসহকারী প্রকৌশলীর উপর হামলা
ভূরুঙ্গামারীতে নির্মাণাধীন একটি ব্রিজের স্ল্যাব ঢালাইয়ের কাজে দ্বন্দ্বের জেরে উপজেলা উপসহকারী প্রকৌশলীকে ফোরম্যানসহ ঠিকাদারের লোকজন লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার বলদিয়া ইউনিয়নের সুবলপাড় বাজার রাঙ্গালীকুটি সড়ক ব্রিজ নির্মাণ প্রকল্পে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
https://www.ulipur.com/?p=31928
➤ উলিপুরে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
উলিপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্পোর্টস লাভার এর আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ও স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সার্বিক পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
https://www.ulipur.com/?p=31921
➤ চিলমারীতে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা
প্রতীক বরাদ্দের পরপরেই শোডাউন আর স্লোগানে স্লোগানে মুখরিত এখন চিলমারী। ভোটারের মাঝে এখানও ভোটের আমেজ না থাকলেও প্রার্থী এবং কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতীক বরাদ্দের পরপরেই প্রার্থীরা নেমে পড়েছে মাঠে। কর্মী ও সমর্থকরা শোডাউন ও স্লোগানে মেতে উঠেছে। প্রতীক পাওয়ার পরেই দেরি না করে চলছে প্রচারণা।
https://www.ulipur.com/?p=31914