।। নিউজ ডেস্ক ।।
দেশের বাজারে আবারও ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়েছে স্বর্ণের দামে। সব থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লক্ষ ১৯ হাজার ৪২৮ টাকা থেকে কমিয়ে ১ লক্ষ ১৬ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। জুয়েলারি সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো তথ্য অনুযায়ী মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে সারা দেশে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে বলে জানায় বাজুস।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি কর্তৃক আয়োজিত সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে। তাই স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
তাদের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, স্থানীয় বাজারে ২১ ক্যারেটের ভরিপ্রতি স্বর্ণের দাম কমে ১ লক্ষ ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৫ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরিতে ৭৬ হাজার ৫৮৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
এদিকে দেশের বাজারে স্বর্ণের দাম কমা-বাড়া হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম রয়েছে ১ হাজার ২৮৩ টাকা।