।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকেলে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে স্পোর্টস লাভার এর আয়োজনে উপজেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে ও স্থানীয় সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবার সার্বিক পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় উলিপুর ক্রিকেট একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আয়াত স্পোর্টিং ক্লাব।
খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। এছাড়া এ সময় উপস্থিত ছিলেন উলিপুর পৌর মেয়র মামুন সরকার মিঠু, টুর্নামেন্ট পরিচালনা কমিটি উপদেষ্টা শাহীনুর আলমগীর, সৌভিক প্রসাদ পান্ডে কৌণিক, জেলা আওয়ামী লীগের সদস্য রাজু শিকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল সরদার বাবু প্রমুখ।
//নিউজ//উলিপুর//মালেক/এপ্রিল/২৩/২৪