।। উপজেলা প্রতিনিধি ।।
প্রতীক বরাদ্দের পরপরেই শোডাউন আর স্লোগানে স্লোগানে মুখরিত এখন চিলমারী। ভোটারের মাঝে এখানও ভোটের আমেজ না থাকলেও প্রার্থী এবং কর্মীদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতীক বরাদ্দের পরপরেই প্রার্থীরা নেমে পড়েছে মাঠে। কর্মী ও সমর্থকরা শোডাউন ও স্লোগানে মেতে উঠেছে। প্রতীক পাওয়ার পরেই দেরি না করে চলছে প্রচারণা।
প্রতীক নিয়েই ভোটরের দুয়ারে দুয়ারে ছুটছে তারা এবং বিভিন্ন ভাবে ভোটারের মন জয় করার চেষ্টাও করছে প্রার্থীরা। ‘‘বাহে সেদিন যে দোয়া নিয়ে গেনু আইছকে মার্কা নিয়ে আইচোং। মোর দেখে এহনা দেখেন বা। মুইতো তোমার গুলের ছাওয়া। মোক কি তোমরা ফেলে দিবের পাইবেন’’। এ রকম মন ভোলানো নানা আঞ্চলিক ভাষায় মুখরিত হয়ে উঠেছে চিলমারী উপজেলার নির্বাচনী এলাকাগুলো। নিজ নিজ মার্কা নিয়ে অবিরাম ছুটছে ভোটারদের বাড়ি বাড়ি। যাকে যেখানে দেখা যাচ্ছে তাকেই মার্কার কথা বলে দিচ্ছে। দিনরাত সমানে ভোটারদের মন জয় করতে অবিরাম ছুটে চলা প্রার্থী আর সমর্থকদের মুখে উন্নয়নের বুলি সমুদ্রেরের ঢেউকেও যেন হার মানাচ্ছে। ভোর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত গণসংযোগে মুখরিত উপজেলার ৬টি ইউনিয়নের এলাকাগুলো। তবে এবারে উপজেলা নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে তেমন সাড়া না পড়লেও নেতাকর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
এই উপজেলায় পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান দুই ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চার জন করে প্রার্থী রয়েছেন ভোট যুদ্ধে। চেয়ারম্যান পদে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহিন (প্রতীক আনারস), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু (প্রতীক কাপ-পিরিচ), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান (প্রতীক টেলিফোন ), বিশিষ্ট ব্যবসায়ী জোবাইদুল ইসলাম বাদল (প্রতীক ঘোড়া), মোঃ আমিনুল ইসলাম (প্রতীক মোটরসাইকেল)। ভাইস চেয়ারম্যান পুরুষ পদে লাড়াইয়ে যুবলীগ নেতা মোঃ জাহিদ আনোয়ার পলাশ (প্রতীক টিউবওয়েল), উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ আবু হোসাইন সিদ্দিক রানা (প্রতীক তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাঠে থাকছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম (প্রতীক হাঁস), মহিলা আওয়ামী লীগ নেত্রী ও উপজেলা পরিষদ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা বেগম জেলি (প্রতীক ফুটবল), যুবলীগ নেত্রী মোছাঃ আঞ্জুমান আরা বেগম (প্রতীক কলস) ও মোছাঃ মাহরুবা আখতারুন্নাহার (প্রতীক প্রজাপতি) মার্কা নিয়ে নেমেছেন ভোটের মাঠে।
//নিউজ/চিলমারী//সোহেল/এপ্রিল/২৩/২৪