।। টেক ডেস্ক ।।
অনেকেই নিজের সাধ্য অনুযায়ী পুরোনো বাইক খোঁজ করে থাকেন। আবার কেউ কেউ তো পুরোনো বিভিন্ন মডেলের বাইক সংগ্রহ করে লাভের আশায় পুনরায় তা বিক্রিও করে থাকেন। পুরোনো বাইক কেনার ক্ষেত্রে যদি প্রথমবার কেউ এই কাজটি করে থাকেন তবে তার জন্য এটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। কেমন বাইক কিনব? কী কী দেখে বাইক কিনব? থেকে যায় এ রকম নানান প্রশ্ন। আর তাই সেকেন্ড হ্যান্ড বাইক কেনার ক্ষেত্রে সতর্ক না থাকায় প্রায়শই বিভিন্ন বিড়ম্বনায় পড়তে দেখা যায় বাইক ক্রেতাদের। এ জন্য যারা পুরোনো বাইক কিনতে চান তাদের বেশকিছু বিষয়ে সতর্ক থাকতে হবে।
চলুন জেনে নেয়া যাক পুরোনো বাইক কেনার আগে যেসব বিষয়ে সতর্ক থাকতে হবেঃ-
⇛ প্রথমেই যে বাইকটি কিনতে চান, তার ব্যক্তি মালিকানা, রেজিস্ট্রেশন ও মোটরসাইকেলের অন্য সব ধরণের কাগজপত্র ঠিক আছে কি না তা যাচাই করুন
⇛ মোটর বাইকটির রেজিস্ট্রেশন সার্টিফিকেট ও ট্যাক্স টোকেন ঠিকঠাকভাবে রয়েছে কি না তা পরীক্ষা করে দেখে নিতে হবে
⇛ সবথেকে ভালো হয় মোটর ভেহিকেল রেজিস্ট্রেশন করানোর জায়গায় গিয়ে যার গাড়ি কিনতে চান, তার নামেই গাড়িটি আছে কি না সে বিষয়ে জেনে নিন
⇛ গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পুরোনো মোটর বাইক কেনার আগে গাড়িটি মাইলেজ কেমন দিচ্ছে বা অন্য কোনো সমস্যা আছে কি না, তা খতিয়ে দেখে তারপরে কেনার সিদ্ধান্ত নিন
⇛ পুরোনো বাইক কেনার সময় যেসব গাড়ির পণ্য বা যন্ত্রপাতি নিয়মিত বাজরে পাওয়া যাবে সেসব গাড়ি কেনাই উত্তম
⇛ যে বাইকটি কেনার জন্য আগ্রহী হয়েছেন, তার বর্তমান বাজার মূল্যের দিকটি বিবেচনা করে যতটা সুযোগ হবে দর-কষাকষি করে তবেই বাইক কিনবেন।