|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, এপ্রিল ২১, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ফুলবাড়ীতে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১০
ফুলবাড়ীতে একটি পাগলা কুকুর নারী-শিশুসহ দশজনকে কামড় দিয়ে আহত করেছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুরের মধ্যে উপজেলা সদরের পানিমাছকুটি ও পার্শ্ববর্তী চন্দ্রখানা গ্রামে এই ঘটনা ঘটে।
➤ ফুলবাড়ীতে দীর্ঘদিনের পরিত্যক্ত শ্মশানের জমি উদ্ধার
স্বাধীনতার পর থেকে শ্মশান ও দশহারা মেলার জন্য হিন্দু সাধারণের ব্যবহার্য ওই জমি পরিত্যক্ত ও বেদখল অবস্থায় ছিল। স্থানীয় সকলে অবগত থাকলেও দীর্ঘদিন ধরে সুষ্ঠু তদারকি না থাকায় মেলা বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে জমিও বেদখলে চলে যায়। স্থানীয় হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের সচেতন মহল অতীত ইতিহাসকে পুনরায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়ে এ জমি উদ্ধার করা হলো।
https://www.ulipur.com/?p=31885
➤ উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ১১ প্রার্থীর মনোনয়ন জমা
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এম কফিল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আহসান হাবিব রানা, জেলা আওয়ামী লীগের সদস্য সাজাদুর রহমান তালুকদার সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স.ম আল মামুন সবুজ।
https://www.ulipur.com/?p=31883