।। টেক ডেস্ক ।।
বর্তমানে ব্যবহারকারীরা চাইলেই স্মার্টফোনের মাধ্যমে যেকোনো পিডিএফ ফাইল তাদের প্রয়োজনীয় ভাষায় অনুবাদ করতে পারবেন। ১৩৩ ভাষায় সমর্থন করা ইন্টারনেটের অন্যতম জনপ্রিয় টুল গুগল ট্রান্সলেট টেক্সট, বাক্যাংশ এবং পুরো ওয়েবসাইট অনুবাদ করে দিলেও বর্তমানে এটি পিডিএফ অনুবাদ করতেও সক্ষম। এর জন্য প্রয়োজন হবে না অ্যাকাউন্ট কিংবা ইনস্টলেশনের। তবে স্মার্টফোনের গুগল ট্রান্সলেট ওয়েবসাইটটি ডেস্কটপ মুডে রাখলে তবেই এর সুবিধা গ্রহণ করা যাবে।
চলুন জেনে নেয়া যাক স্মার্টফোনের মাধ্যমে পিডিএফ ফাইল অন্য ভাষায় অনুবাদ করা উপায়ঃ-
★ এর জন্য প্রথমে ফোনের যেকোনো ওয়েব ব্রাউজার ওপেন করে গুগল ট্রান্সলেটের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে
★ তারপর ওপরের বার থেকে ‘ডকুমেন্টস’ বাটনে ক্লিক করতে হবে
★ তারপর প্রদর্শিত স্ক্রিনে যে পিডিএফ ফাইলটি অনুবাদ করতে চান সেটি নির্বাচন করতে হবে
★ এবার ফাইলটি যে ভাষাতে পিডিএফ অনুবাদ করতে চান সেটি স্ক্রিনের ডানদিকে নির্বাচন করে নিল ‘অনুবাদ’ বাটনে ক্লিক করতে হবে
★ অনুবাদের প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে ‘ডাউনলোড অনুবাদ’ বিকল্পটি নির্বাচন করে ফাইলটি ডিভাইসে সংরক্ষণ করা যেতে পারে।