শাহাদাত হোসেন(শুভ): সিরাজগঞ্জের শাহাজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উলিপুর উপজেলার গণমাধ্যম কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।আজ মঙ্গলবার সকাল ১১ টায় উলিপুর প্রেসক্লাব ও সমকাল সুহৃদ সমাবেশ আয়োজনে শহরের চৌরাঙ্গীর মোড়ে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন, উলিপুর প্রেসক্লাবের সভাপতি চন্দন মজুমদার , লক্ষণ সেন গুপ্ত, রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি,উলিপুর উপজেলা শাখার সভাপতি আপন আলমগীর , উলিপুর উপজেলা কউমিস্ট পার্টির সভাপতি দেলোয়ার হোসেন , রুকোনুজ্জামান মনু, প্রমুখ । মানববন্ধনে সাংবাদিক জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে সম্প্রতি সাংবাদিক নির্যাতনের ঘটনা ভয়াবহ পরিমাণে বেড়েছে। কখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে, কখনো ক্ষমতাসীন সংগঠনের নেতাকর্মীদের দ্বারা সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িতরা বেশিরভাগ ক্ষেত্রেই পার পেয়ে যাচ্ছে। বিচারহীনতার এ সংস্কৃতি সাংবাদিক নির্যাতনকে উৎসাহিত করছে, যা কখনই কাম্য নয়। এ সংস্কৃতি থেকে বেরিয়ে এলে জাতি উপকৃত হবে, না হলে ভয়াবহ পরিণতি অপেক্ষা করবে জাতির জন্য।