।। টেক ডেস্ক ।।
তীব্র গরম থেকে স্বস্তি পেতে সামর্থ্যবানরা বাড়িতে এসি ব্যবহার করে থাকেন। আবার অনেকেই নতুন এসি কেনার কথা চিন্তা করেন। কিন্তু বাড়তি বিদ্যুৎ বিলে অধিক অর্থ ব্যয় হবে ভেবে অনেকেই ভয়ে এসির ব্যবহার বা কেনার চিন্তা ছেড়ে দেন। তবে বেশকিছু নিয়ম রয়েছে যা মেনে এসি ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে।
চলুন জেনে নেয়া যাক এসি যেভাবে ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবেঃ-
নির্দিষ্ট তাপমাত্রা সেট করুন: এসির তাপমাত্রা যত কম হবে বিদ্যুৎ বিল তত বেশি আসবে। তাই স্বাস্থ্যের জন্য মানানসই, কম্প্রেসরে কম চাপ পড়া ও বিদ্যুৎ বিল সাশ্রয় করতে ২৬-২৭ ডিগ্রিতে এসি চালানো শ্রেয়।
দরজা-জানালা বন্ধ রাখা: যখন বাড়িতে এসি চালাবেন, সেই সময় ঘরের দরজা-জানালা বন্ধ করতে ভুলবেন না, প্রয়োজন হলে পর্দা টেনিয়ে দিবেন। এতে দীর্ঘক্ষণ এসি চালানোর প্রয়োজন হবে না।
টাইমার: অনেকেই এসি চালানোর পর টাইমার দিতে ভুলে যান বা দেন না। ফলে রাতে এসি চালিয়ে শুয়ে সকালে শীতে কাঁপতে থাকেন। তাই ঘুম থেকে ওঠার ১ থেকে ২ ঘণ্টা পূর্বে এসি বন্ধের সময় নির্ধারণ করতে হবে। যার ফলে বিদ্যুৎ বিলও কমে যাবে অনেকটা।
ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ রাখা: বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক ডিভাইস যেমন- টিভি, ফ্রিজ ও অন্যান্য ডিভাইস রাতে বন্ধ করে রাখতে হবে। কেননা, এসব ইলেক্ট্রনিক ডিভাইস থেকে তাপ নির্গত হয়। তাই রাতে এসি চালানোর আগে এ ধরণের ডিভাইসগুলো বন্ধ করে রাখলে একদিকে তাপ নির্গত হওয়া বন্ধ হবে, অন্যদিকে বিদ্যুৎ কম খরচ হবে।
সার্ভিসিং করানো: বাড়তি বিদ্যুৎ বিলকে না করার জন্য নিয়মিত এসি সার্ভিস করাতে হবে। এর ফলে এফিসিয়েন্সি বেশি থাকবে এবং বিদ্যুৎ বিলও কমে যাবে।