।। নিউজ ডেস্ক ।।
নাগেশ্বরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি মোঃ মাসুদ রানা (২৩) ও মোঃ সাজেদুল ইসলাম সাগরকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে পুলিশ মনিটরিংয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম মাদক নির্মূল অভিযানে সোমবার (১৫ এপ্রিল) ভোরে নাগেশ্বরী থানাধীন রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা মিস্ত্রীটারী গ্রামের মাদক কারবারি মোঃ মাসুদ রানার বসতবাড়ি থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও তার সহযোগী মোঃ সাজেদুল ইসলাম সাগরকে হাতেনাতে গ্রেফতার করেছে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।