।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামে নিরাপদ ঈদ আনন্দ নিশ্চিত করতে ঈদের দিনে বেপরোয়া গতিতে বাইক চালানোর দায়ে ৪২ টি বাইকে মামলাসহ যথাযথ সরকারী কাগজপত্র বিহীন বাইক চালানোর জন্য ৪ টি আটক, উশৃংখল ও দলবদ্ধভাবে পিকআপ ভ্যানে উচ্চস্বরে সাউন্ড সিস্টেম বাজিয়ে ঘোরাফেরার সময় ০৮ টি পিকআপ ও ০৭ টি অটো আটক এবং গণউপদ্রবের দায়ে ২৪ টি সাউন্ড বক্স জব্ধ করেছে পুলিশ। একইসাথে রাজিবপুর, রাজারহাট, উলিপুর, নাগেশ্বরী ও ফুলবাড়ীতে ০৫ টি স্থানে বিভিন্ন জুয়ার সামগ্রী জব্দ করে পুলিশ।
পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৪ উদযাপন উপলক্ষে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকবৃন্দ যেনো নিরাপদে পরিবারসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহন করেছে। পবিত্র মাহে রমজানে মাসব্যাপী বিভিন্নভাবে ট্রাফিক অ্যাওয়ারনেস প্রমোশন ক্যাম্পেইন করার পাশাপাশি জনসচেতনামূলক বিভিন্ন লিফলেট বিতরনসহ ফেসবুক পডকাস্ট ও মাইকিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
কুড়িগ্রাম সদরে ঈদ আনন্দ উপভোগ করার জন্য শহরের বেশিরভাগ মানুষই ছুটে যান ধরলার পাড়ে। বিগত কয়েক বছরের তুলনায় এবছর ধরলা ব্রীজসহ আশে পাশের রাস্তাগুলো ছিলো যানজট মুক্ত।
কুড়িগ্রাম সদরের রফিকুল ইসলাম বলেন, ধরলা ব্রীজের ওপরে নির্ধারিত লেন তৈরি করায় আমরা আমাদের পরিবারসহ নির্বিঘ্নে চলাচল করতে পারছি।
কুড়িগ্রামের জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র বলেন, বিভিন্ন সম্মানিত নাগরিক, অভিভাবক ও সুধীসমাজের মতামত ও অভিযোগের ভিত্তিতে ঈদুল ফিতরের সারাদিন পুলিশ অব্যাহত ভাবে কাজ করেছে যাতে নাগরিকরা সুশৃঙ্খলভাবে ঈদ আনন্দ উদযাপন করতে পারে, যাতে কেউ দুর্ঘটনার শিকার না হয়।