।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে দুর্বৃত্তের বিষে বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (০৫ এপ্রিল) রাতে পৌর শহরের পূর্ব নাওডাঙ্গা গ্ৰামে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে মৎস্য চাষী রুস্তম আলী ও সুদর্শন চন্দ্রের ছেলে দিবল চন্দ্র বাড়ির পার্শ্ববর্তী ৭ একর জমির পুকুর পাঁচ বছরের জন্য লিজ নিয়ে মাছ চাষ করে আসছেন। শুক্রবার রাতে কোনো এক সময় পুকুরটিতে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়। সকালে মাছগুলো ভেসে বেড়াতে দেখে উপজেলা মৎস্য অফিসে খবর দেয় তারা।
ভুক্তভোগী রুস্তম আলী ও দিবল জানান, দীর্ঘদিন ধরে আমরা অন্যের পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। শুক্রবার রাতে কে বা কারা আমাদের ক্ষতি করার জন্য বিষ প্রয়োগ করেছে। এতে বিভিন্ন প্রজাতির ৫ লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তারিফুর রহমান সরকার বলেন, রাতে খবর পেয়েছি। বিষক্রিয়ায় মাছগুলো মারা গেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
//নিউজ//উলিপুর//মালেক/এপ্রিল/০৭/২৪