।। নিউজ ডেস্ক ।।
ফুলবাড়ীতে ধরলা নদীর পাড়ে ১ হাজার তালের বীজ বপণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘রণন’। বৃহস্পতিবার (০৪ মার্চ) দুপুরে নদীর পাড় ঘেঁষা শেখ হাসিনা সেতু সংলগ্ন সড়কে সংগঠনটির উদ্যোগে এসব চারা বপণ করা হয়।
সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, ’কুড়িগ্রাম একটি নদী-মাতৃক জেলা। এজেলার চরাঞ্চলগুলোতে প্রতি বছর মানুষজন বজ্রপাতের ঝুঁকিতে থাকে। আমরা এর পূর্বে ৫ হাজার বীজ বপন করেছিলাম সেগুলো এখন বড় হয়েছে।’
তালের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরিফ। এসময় আরো উপস্থিত ছিলেন,পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম,সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ,ইউএনও রেহেনুমা তারান্নুম,ওসি প্রাণকৃষ্ণ রায় প্রমুখ।
//নিউজ/কুড়িগ্রাম//সুজন-মোহন্ত/এপ্রিল/০৪/২৪