।। টেক ডেস্ক ।।
দৈনন্দিন যোগাযোগের একটি জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। ব্যক্তিগত থেকে শুরু করে প্রতিষ্ঠানের প্রয়োজনে হোয়াটসঅ্যাপে বার্তা আদান-প্রদানের পাশাপাশি নিয়মিত ছবি ও ভিডিও পাঠিয়ে থাকেন অনেকেই। তবে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি থেকে পাঠানো যেকোনো মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবেই ডাউনলোড হয়ে দখল করে বসে ফোনের গ্যালারি। আর এর ফলে একদিকে যেমন নিজের অজান্তেই অনেক বেশি পরিমাণে ইন্টারনেট ডেটা খরচ হয়ে যায়, অন্যদিকে স্টোরেজ দখলের ফলে দেখা দিতে পারে ফোনের পারফরম্যান্সের নাজেহাল অবস্থা। তবে ব্যবহারকারীরা চাইলেই মোবাইল ডেটা, স্টোরেজ আর ফোনের পারফরম্যান্স বাঁচাতে হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয় ডাউনলোড সুবিধা বন্ধ করতে পারবেন।
জেনে নেয়া যাক ফোনের গ্যালারিতে স্বয়ংক্রিয়ভাবে ছবি ও ভিডিও ডাউনলোড সুবিধা বন্ধের উপায়ঃ-
★ প্রথমে হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকে থাকা থ্রি-ডট মেনুতে ক্লিক করতে হবে
★ তারপর পপআপে প্রদর্শিত অপশন থেকে সেটিংসে ক্লিক করে ‘চ্যাটস’ নির্বাচন করতে হবে
★ এবার ‘চ্যাট সেটিংস’ অপশনের নিচে থাকা ‘মিডিয়া ভিজিবিলিটি’ এর পাশে থাকা টগলটি বন্ধ করতে হবে
★ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলেই হোয়াটসঅ্যাপের স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড সুবিধা বন্ধ হয়ে যাবে
আবার ব্যবহারকারীরা চাইলেও হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট ব্যক্তির পাঠানো যেকোনো মিডিয়া ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হওয়া বন্ধ করতে পারবেন। জেনে নিনঃ-
★ এক্ষেত্রে প্রথমে হোয়াটসঅ্যাপের চ্যাটবক্সে প্রবেশ করতে হবে
★ তারপর ওই নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টের নাম ট্যাব করতে হবে
★ তারপর পরের পৃষ্ঠায় থাকা ‘মিডিয়া ভিজিবিলিটি’ অপশন নির্বাচন করতে হবে
★ এবার পপআপে প্রদর্শিত অপশন থেকে ‘নো’ তে ক্লিক করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে যাবে