।। নিউজ ডেস্ক ।।
রাজারহাট থানাধীন মনারকুটি গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী শিরিনা সিজারের মাধ্যমে ২৩ মার্চ (শনিবার) একটি পুত্র সন্তানের জন্ম দেন। স্বামী খোঁজ না নেওয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য তার একমাত্র নবজাতক সন্তানকে ২৬ মার্চ (মঙ্গলবার) অজ্ঞাত স্থানে বিক্রি করে দেয়ার কথাবার্তা চূড়ান্ত হয়।
বিষয়টি নবজাতকের পিতা হাবিবুর রহমান জানতে পেরে মঙ্গলবার (০৩ এপ্রিল) সকাল ১২.০০ ঘটিকায় নবজাতক সন্তানকে ফিরিয়ে পাওয়ার অনুরোধ জানিয়ে উলিপুর থানায় অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত গোপন সংবাদ সংগ্রহের মাধ্যমে জানতে পারে রাজারহাট থানাধীন নাজিমখাঁন ইউনিয়নের রামশিং মুন্সি পাড়াস্থ পারভিন আক্তার (৩০) তার ভাগনি নিঃসন্তান মোছাঃ সেলিনা বেগম দম্পত্তি একলক্ষ টাকায় নবজাতক কিনে নেন।
অবশেষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে মাত্র ২ ঘণ্টার মধ্যে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত জন্মদাতা পিতা-মাতার নিকট নবজাতকে প্রদান করে।
এ সময় জনৈকা পারভিন বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে পিতা-মাতা, দাদি, ফুফা আনন্দে আত্মহারা হয় এবং উলিপুর পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।