|| নিউজ ডেস্ক ||
আজ মঙ্গলবার, এপ্রিল ০২, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে থেতরাই এ জেড কলেজের নতুন ভবনের উদ্বোধন
উলিপুর উপজেলার থেতরাই আব্দুল জব্বার কলেজের নতুন ভবনের উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ এপ্রিল ) সন্ধ্যায় কলেজ মাঠে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন, দৈনিক ইনকিলাব পত্রিকার স্টাফ রিপোর্টার ও কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান হাবিব।
➤ নাগেশ্বরীতে ২০০ বোতল ফেন্সিডিল ও ৬৬ বোতল বিদেশি মদসহ গ্রেফতার ২
নাগেশ্বরীতে ২০০ বোতল ফেন্সিডিল ও ৬৬ বোতল বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন কুড়িগ্রাম সদর থানার একতাপাড়া ১নং ওয়ার্ড এলাকার মোঃ হিমন মিয়া (২২) ও ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বলদিয়া গ্রামের মোঃ জাহিদুল ইসলাম (৪২)।
https://www.ulipur.com/?p=31590
➤ চিলমারীতে অফিসের গাফিলতির কারণে ভাতাভোগীরা ভোগান্তিতে
চিলমারীতে কর্মকর্তার গাফিলতিতে সময় মতো ভাতা না পেয়ে ভোগান্তিসহ হয়রানির স্বীকার বয়স্ক ও বিধবা ভাতাভোগীরা। দিনের পর দিন সময় কাটছে অফিসের মাঠে ও বারান্দায়। চিলমারীতে আসন্ন ঈদের আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করেছেন প্রায় শতাধিক বয়স্ক ও বিধবা ভাতাভোগী। স্ব স্ব মোবাইল ব্যাংকিংয়ে ৩ মাসের স্থলে ১ মাসের ভাতা পাওয়া এবং ভাতার টাকা না পাওয়ায় সমাজসেবা দপ্তরের সামনে দীর্ঘ সময় ধরে বসে থাকতে দেখা গেছে ভুক্তভোগীদের।
https://www.ulipur.com/?p=31574
➤ ফুলবাড়ীতে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ
ফুলবাড়ীতে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে ১১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা প্রধানের বিরুদ্ধে। সোমবার (০১ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
https://www.ulipur.com/?p=31580
➤ উলিপুরে বালু উত্তোলনের ফলে হুমকির মুখে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মিত টি-বাঁধ
উলিপুরে তিস্তা নদী বেষ্টিত গুনাইগাছ ইউনিয়নের নাগড়াকুড়া এলাকায় তিস্তার বাম তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় টি-হেড (গ্রোয়েন) ঘেঁষে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত কোদাল ও বেলচা দিয়ে গর্ত করে বালু উত্তোলনের মহোৎসব চালানো হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করে চলছে।
https://www.ulipur.com/?p=31577
➤ কুড়িগ্রামে জেলা ও উপজেলা পুষ্টি কমিটির কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত
কুড়িগ্রামে পুষ্টি সুশাসন জোরদারকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যদেরকে নিয়ে পুষ্টি কর্মপরিকল্পনা প্রণয়ন এবং মনিটরিং বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ এপ্রিল) সকাল ১১টায় খামারবাড়ী সম্মেলন কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন।
https://www.ulipur.com/?p=31597