।। নিউজ ডেস্ক ।।
উলিপুরে বিনামূল্যে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মানবসম্পদ উন্নয়নে গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০১ এপ্রিল) উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠান দুটি অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২০২৪ অর্থবছরে আশপাট উৎপাদনকারী ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে এক কেজি পাটবীজ ও ১২ কেজি রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোশাররফ হোসেন, উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল কাদের, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, ধামশ্রেণী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও বিসিসি ফার্ম এসডি-২ ঢাকা এর আয়োজনে এসবিএসএস’র পরিচালন সহায়তায় ওয়াটসান কমিটির সদস্যদের অংশগ্রহণে অবহিতকরণ সভায় উপজেলা ওয়াটসান কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, বক্তব্য রাখেন তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান, বজরা ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এরশাদ, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সাঈদ, সাহেবের আলগা ইউপি চেয়ারম্যান মোজাফফর হোসেন, প্রকল্পের সিবিএস রেহানা পারভীন, দীনবন্ধু দত্ত প্রমুখ।
//নিউজ//উলিপুর//মালেক/এপ্রিল/০১/২৪