।। নিউজ ডেস্ক ।।
দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের নতুন দাম কার্যকর হয়েছে। দুই টাকার ওপরে কমে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৮ টাকা ২৫ পয়সার বদলে ১০৬ টাকায় বিক্রি করা হচ্ছে। রোববার (৩১ মার্চ) ডিজেল ও কেরোসিনের নতুন এ দাম কার্যকর করা হয়।
ডিজেলের এ নতুন দামে ভাড়া কমানোর প্রশ্নে চালকরা দাবি করে জানান, তারা আগের থেকেই ভাড়া কম নিচ্ছেন। কিন্তু নতুন করে সমন্বয় করা ডিজেল ও কেরোসিনের দামে আবার ভাড়া কমালে লোকসান গুনতে হবে চালকদের।
এর আগে, রোববার ডিজেল ও কেরোসিনের দাম দুই টাকা ২৫ পয়সা কমিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ভেজাল প্রতিরোধে কেরোসিনের দাম ডিজেলের সমান রাখার কথা বলা হয়। মূলত বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে মার্চ থেকেই জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার।
ডিজেল ও কেরোসিনের নতুন দাম নির্ধারণ করা হলেও অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম।