|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, মার্চ ৩০, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে আইজিপির ইফতার বিতরণ
রমজান মাসটা তো প্রায় শ্যাষ। কেউ কিচ্ছু দেয় নাই। আজ পুলিশ আসি মেলা কিছু দেইল। ঈদ পর্যন্ত ভালোই চলবে। এভাবেই কথাগুলো বলছিলেন কুড়িগ্রাম পৌর শহরের পুরাতন সিএন্ডবি ঘাটের ধরলা নদীর অববাহিকার দিনমজুর রহিম মিয়া (৫৫)। তিনি বলেন, বর্তমান কাজও কম, একদিন কাজ হয়, একদিন নাই। সংসারে ৫-৬ জন সদস্য সংসার চালা খুব মুশকিল হইছে বর্তমান। এই কষ্টের সময় চাউল, ডালসহ মেলা কিছু দিল পুলিশ। এগলা প্যায়া খুব ভালো হইছে। আমরা সবাই খুব খুশি।
➤ উলিপুরের বালুচরগুলোতে সবুজের সমারোহ, শস্য চাষে কৃষকদের রঙিন স্বপ্ন
উলিপুরে ব্রহ্মপুত্র নদ ও তিস্তা নদীর ধু ধু বালুচরগুলো এখন সবুজের সমারোহ। নদ-নদীর বুকে নানাবিধ ফসলের চাষাবাদ বদলে দিয়েছে প্রকৃতির রূপ। বদলে গেছে চরাঞ্চলের মানুষের জীবনযাত্রার মান।
https://www.ulipur.com/?p=31507
➤ পান্তা ও মুড়ি দিয়ে ইফতার করেন চিলমারীর আলেয়া ও আনোয়ারা
সারা বছরেরই যারা অন্যের উপর নির্ভর করে। কাজ করলে খাবার জোটে না করলে হয়তো উপোসে থাকতে হয়। এমন মানুষগুলো ছড়িয়ে-ছিটিয়ে আছে চারপাশে। রমজান এলে এরা খুশি হলেও খাবারের কষ্ট তাদের ব্যথিত করে। সাহরিতে শাক, ডাল, ভর্তা ভাত জুটলেও ইফতার হয় পান্তা বা সাদা মুড়ি দিয়ে। রমজান শেষের দিকে চলে আসলেও এখনো অনেক পরিবারের ভাগ্যে ইফতারে জোটেনি খেজুর, ফল-ফলাদি, ছোলা, পিঁয়াজু, বেগুনিসহ বিভিন্ন মুখরোচক বা সুস্বাদু খাবার।
https://www.ulipur.com/?p=31513