|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, মার্চ ২৭, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ধানক্ষেতে জাতীয় পতাকার আদল ফুটিয়ে তুললেন শিক্ষক
স্বাধীনতার মাসে উলিপুরে ধান ক্ষেতে জাতীয় পতাকার আদল ফুটিয়ে তুলেছেন এক স্কুল শিক্ষক। বিরি-১০৪ জাতের ধানের সবুজ চারা ও জিংক সমৃদ্ধ বেগুনি ধানের চারার শস্যচিত্রটি দেখতে ভিড় করছেন অনেকেই।
➤ কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক
কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের ঘোষণার পর ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুকের আগমন ও সফরের মধ্য দিয়ে আলোর মুখ দেখছে জেলাবাসী। বৃহস্পতিবার (২৮ মার্চ) কুড়িগ্রামে ভুটানের জন্য নির্ধারিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন রাজা জিগমে খেসার ওয়াংচুক।
https://www.ulipur.com/?p=31440
➤ নাগেশ্বরীতে ২ টাকায় মিলছে ইফতার, ১০ টাকায় মিলবে শাড়ি ও লুঙ্গি
রমজানের পবিত্রতা রক্ষা আর অসচ্ছল, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে ভালো মানের ইফতার কিনে খাওয়ার সুযোগ দিতে নাগেশ্বরীতে নাম মাত্র টাকায় ইফতার বিক্রি করে সর্বস্তরে প্রশংসা কুড়িয়েছে ‘ফাইট আনটিল লাইট (ফুল)’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
https://www.ulipur.com/?p=31445