।। টেক ডেস্ক ।।
কাজের সুবিধার্থে ‘জিবোর্ড’ নামে পরিচিত গুগলের কিবোর্ডে একাধিক ফিচার যুক্ত করা হয়েছে। কিন্তু মোবাইলের ইন-বিল্ট অ্যাপ হিসেবে এর ব্যবহার থাকায়, অনেক ব্যবহারকারী অজান্তেই গুগলের কিবোর্ড (‘জিবোর্ড’) ব্যবহার করার পরও এর ফিচারের ব্যাপকতা সম্পর্কে জানেনই না। তবে ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক কাজের ক্ষেত্রে টাইপ করা বা অন্যান্য কাজে কিবোর্ড অ্যাপটি বিশেষ সুবিধা দিতে পারবে ব্যবহারকারীদের। তাই কিবোর্ডটির ফিচার সম্পর্কে সম্যক এবং সঠিক জ্ঞান নিয়ে ঝামেলামুক্ত উপায়ে কম সময়ে নিজের কাজ সম্পাদন করা সম্ভব।
জেনে নিন জিবোর্ডে যুক্ত করা বেশ কিছু বিশেষ ফিচার সম্পর্কেঃ-
★ এক হাতে স্লাইডিংয়ের মাধ্যমে টাইপ করতে পারবেন এ কিবোর্ডে
★ ভয়েসের মাধ্যমে টাইপিংয়ের কাজ করা যাবে
★ জিবোর্ডে ছবি এঁকার মাধ্যমে অক্ষর, শব্দ, বাক্য ও চাইলে সম্পূর্ণ মেসেজও টাইপ করতে পারবেন
★ জিবোর্ড থেকে সরাসরি গুগলে সার্চ করার অপশনও রয়েছে
★ ইমোজি মেনুতে যুক্ত করা হয়েছে বিল্ট-ইন সার্চ ও ইমোটিকন
★ স্মার্টফোনে সুবিধা অনুযায়ী ডান বা বাম দিকে সরিয়ে কিবোর্ড নিয়ে এক হাতে টাইপ করতে পারবেন
★ প্রায় সব ধরণের ভাষা টাইপিং সুবিধা এমনকি ইন-বিল্ট অনুবাদ ফিচারও ব্যবহার করা যাবে জিবোর্ডে
★ পছন্দসই কিবোর্ডের থিম সাজিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন
বর্তমানে অধিকাংশ স্মার্টফোনেই গুগল কিবোর্ড ইনস্টল করা থাকে। তবে যাদের ফোনে জিবোর্ড ইনস্টল করা নেই, তারা গুগল প্লে-স্টোর থেকে ইনস্টল করতে পারবেন অনায়াসে। এছাড়া ওপরের সেটাপ প্রক্রিয়া সম্পন্ন করার পর সরাসরি জিবোর্ড অ্যাপে প্রবেশ করে সেটিংস চিহ্নিত অপশনটি নির্বাচন করতে হবে বা স্মার্টফোনের সেটিংসে গিয়ে ‘ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট’ অপশন থেকে অ্যাপটির বিভিন্ন ফিচার যেমন- লেখার পাশাপাশি ওপরে সংখ্যা (১,২,৩..) যুক্ত করতে ‘প্রেফারেন্স’ অপশনে গিয়ে ‘নাম্বার রো’ অপশনটি চালু করতে হবে। জিবোর্ডে মোট তিনটি মোডের (রেগুলার, ফ্লোটিং ও ওয়ান- হ্যান্ডেড) সুবিধা গ্রহণ করতে পারবেন ব্যবহারকারীরা।