জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ ক্যাটাগরিতে ১৩ ও ১৬তম গ্রেডে মোট ৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নিয়োগ সংক্রান্ত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী যে কেউ আবেদন করতে পারবেন।
১. পদের নাম: উচ্চমান সহকারী (প্রত্নতত্ত্ব বিভাগ)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর পাস এবং অফিস সহকারী/অফিস সহকারী কাম রেকর্ড কিপার/সমমানের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা অথবা স্নাতক পাস এবং অফিস সহকারী/অফিস সহকারী কাম রেকর্ড কিপার/সমমানের পদে কমপক্ষে ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার উভয় ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা
গ্রেড: ১৩
২. পদের নাম: সেমিনার গ্রন্থাগার সহকারী (গণিত বিভাগ)
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস ও গ্রন্থাগারবিজ্ঞানে ডিপ্লোমা থাকতে হবে অথবা এইচএসসি বা সমমান পাস ও গ্রন্থাগারবিজ্ঞানে সার্টিফিকেটসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার উভয় ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
৩. পদের নাম: অফিস সহকারী- কাম- কম্পিউটার টাইপিস্ট (রেজিস্ট্রার অফিস)
পদসংখ্যা: ০২
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস এবং কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার সন্তোষজনক অভিজ্ঞতা থাকতে হবে অথবা এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটারে বিভিন্ন প্যাকেজ প্রোগ্রামের সাহায্যে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতার উভয় ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৫-এর নিচে/তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
গ্রেড: ১৬
দেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে নিজের নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদির বিবরণ এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সকল সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত কপি, দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রতি সেটের সঙ্গে সংযুক্ত করে সাত কপি দরখাস্ত সরাসরি বা ডাকযোগে রেজিস্ট্রার বরাবর পৌঁছাতে হবে।
আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার ওপর ইস্যুকৃত ৩০০/- টাকার ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) অথবা অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে বিবিধ জমা রসিদের মাধ্যমে অগ্রণী ব্যাংক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শাখার সিডি-০২০০০০১৭৩৮২৪২ নম্বর হিসাবে ৩০০/- টাকা জমা দিয়ে জমার রশিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৮ এপ্রিল ২০২৪।
সূত্র: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।