।। টেক ডেস্ক ।।
অপরিচিত ফোন নম্বর শনাক্তের জন্য ট্রুকলার বেশ জনপ্রিয়। একই সাথে এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি ব্যক্তির তথ্য ও ফোন নম্বর একত্রিত করতে সক্ষম। তাই যেকোনো নম্বর দিলেই ট্রুকলারে জানতে পারে ব্যক্তির নাম। তবে এই অ্যাপটি থেকে একদিকে যেমন অজানা নম্বরের নাম দেখতে পাচ্ছেন, অন্যদিকে আপনার ফোন নম্বর দিয়ে আপনার নাম ট্রুকলারে ভেসে উঠতে পারে অন্য কারও ফোনে। কিন্তু এই অ্যাপটি নিয়ে বেশ কিছু বিতর্ক থাকায় অনেকেই আর ট্রুকলার ব্যবহার করছেন না এবং অ্যাপটিতে সংরক্ষিত থাকা নিজের নম্বর ও তথ্য মুছে ফেলতে চাচ্ছেন।
ট্রুকলার অ্যাকাউন্ট ডিলিট করতে যা করবেনঃ-
★ এক্ষেত্রে প্রথমে মোবাইল ফোন থেকে ট্রুকলার অ্যাপটি চালু করতে হবে
★ তারপর অ্যাপটির ডান পাশে ওপরের দিকে থ্রি-ডট বা সেটিংস আইকোনে ক্লিক করতে হবে
★ তারপর সেটিংস অপশন থেকে প্রাইভেসি সেন্টার খুঁজে বের করে তাতে ক্লিক করতে হবে
★ তারপর স্ক্রিনে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অপশন দেখা যাবে এবং তা নির্বাচন করতে হবে
★ এবার ইয়েস বাটনে ক্লিক করলেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে
অনেক সময় ট্রুকলার অ্যাপটি ডিলিট করার পরও ব্যবহারকারীর ডেটা থেকে যায় প্ল্যাটফর্মটিতে। তাই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে তা ট্রুকলার থেকে আনলিস্টিং করে দিতে হবে।
ট্রুকলার থেকে ফোন নম্বর মুছার উপায়ঃ-
★ ট্রুকলার থেকে ফোন নম্বর আনলিস্টিং করতে আনলিস্ট ফোন নম্বর বা https://www.truecaller.com/unlisting ওয়েবসাইটে যেতে হবে
★ তারপর নিজের ফোন নম্বর ও নিজ দেশের ফোন কোড লিখতে হবে
★ তারপর যে কারণে ফোন নম্বর মুছে ফেলতে চান তা নির্বাচন করে আনলিস্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে