|| নিউজ ডেস্ক ||
আজ সোমবার, মার্চ ২৫, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ নাগেশ্বরীতে ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি
নাগেশ্বরীতে ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের সমাপ্তি হয়েছে। পিকেএসএফ এর অর্থায়নে এবং আরডিআরএস বাংলাদেশ এর সহযোহিতায় “রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)” প্রকল্পের আওতায় নাগেশ্বরী এরিয়া অফিসে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে ১৬ দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়।
➤ গণহত্যা দিবস উপলক্ষে উলিপুরে আলোচনা সভা অনুষ্ঠিত
উলিপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ আতাউর রহমান।
https://www.ulipur.com/?p=31376
➤ ফুলবাড়ীতে ভারতীয় হনুমান দেখতে মানুষের ঢল
ফুলবাড়ীর লোকালয়ের গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে ভারতীয় একটি হনুমান। রবিবার (২৪ মার্চ) শেষ বিকেলে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া ছড়ারপাড় এলাকায় হনুমানটিকে গাছের মগডালে ডালে ঘুরে বেড়াতে দেখা যায়। এদিকে লোকালয়ে বন্যপ্রাণী আসার খবর ছড়িয়ে পড়লে হনুমানটিকে এক নজর দেখার জন্য ওই এলাকায় শতশত শিশু-কিশোরসহ উৎসুক জনতার ভিড় জমে যায়।
https://www.ulipur.com/?p=31373
➤ নাগেশ্বরীতে চরবাসীদের সম্মিলিত উদ্যোগে তৈরি হচ্ছে রাস্তা
নাগেশ্বরীর বল্লভেরখাস ইউনিয়নের বেশিরভাগ গ্রামের মানুষকে জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে যুদ্ধ করে বাঁচতে হয়। অসময়ের বন্যা-বৃষ্টিতে বছরের বড় একটি সময় জনপদগুলো হয়ে পড়ে বিচ্ছিন্ন। বল্লভেরখাস ইউনিয়নের তেমনি একটি এলাকা চর কৃষ্ণপুর। শিক্ষা-চিকিৎসা-ব্যবসাসহ যেকোনো প্রয়োজনেই উপজেলা শহর নাগেশ্বরীই কেবল নয় পাশের কুমুদপুর বাজারে যাতায়াতে শুকনো মৌসুমে এই চর কৃষ্ণপুরবাসীর পায়ে হাঁটার বিকল্প নেই।
https://www.ulipur.com/?p=31358