জরীফ উদ্দীন :
কুড়িগ্রামে গত ৩ বছর থেকে চিলমারী টু ঢাকা আন্তঃনগর ট্রেন চাই দাবীতে আন্দোলন করে আসছে ‘রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গনকমিটি’ নামের একটি সংগঠন।গত বছর মাননীয় প্রধানমন্ত্রীর কুড়িগ্রাম সফরে আন্তঃনগর একটি ট্রেন কুড়িগ্রামের মানুষের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা তুলে ধরলে, মাননীয় প্রধানমন্ত্রী কুড়িগ্রাম বাসীর জন্য একটি আন্তঃনগর ট্রেন চালুর আসস্থ করেন। তারই ধারাবাহিকতায় আজ একটি শাটল ট্রেন পরীক্ষামূলক ভাবে লাইন পরিদর্শন ও সময় দেখার জন্য কুড়িগ্রামে এসেছে। শাটল ট্রেনটি কুড়িগ্রামে আসলে গণকমিটির নেতা কর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং শ্লোগান দিতে থাকেন আমাদের দাবী একটাই
“ চিলমারী ঢাকা ট্রেন চাই”। রেলের লালমনির হা্ট বিভাগের ডি আর এম নাজমুল ইসলাম গণকমিটির নেতা কর্মীদের সাথে আলোচনার সময় বলেন, আজ পরীক্ষামুলক ভাবে এই শাটল ট্রেনটি এখানে নিয়ে আসা হয়েছে আগামী ১৫ তারিখের মধ্যে আবার ও একবার আসা হবে,এ সময় আমরা লাইনের বহন ক্ষমতা ও সময় দেখছি, আশা করা যায় আগামী ১৫ তারিখে আমরা এই শাটল ট্রেনের মাধ্যমে রংপুর এক্সপ্রেসের সাথে কুড়িগ্রামের মানুষের যাত্রা ব্যবস্থা করতে পারবো। এ সময় রেলের ডি এন আই মমতাজুর রহমান, কমান্ডেন্ট রেজুয়ানুল ইসলাম এবং এ ডিটি ও ফুয়াদ হোসেন সহ ই এন,এ এম ই(আই সি), ডি ই ই উপস্থিত ছিলেন। গনকমিটির পক্ষে জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক হারুন অর রশীদ সহ সকল উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতাকর্মী উপস্থিত ছিলেন।