।। উপজেলা প্রতিনিধি ।।
আগত বর্ষায় নদী ভাঙন থেকে চিলমারী ইউনিয়নকে রক্ষায় ইউপি চেয়ারম্যান গাছের পাইলিং বান্ডালের কাজ শুরু করেন। নদী ভাঙন থেকে রক্ষা এই পদ্ধতি হাতে নেয়ায় এলাকায় সাড়া পড়েছে। সোমবার (২৫ মার্চ) সাবেক এমপি গোলাম হাবিবের পক্ষে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলামের হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন সাংবাদিক সাওরাত হোসেন সোহেল।
জানা গেছে, গত বছর ব্রহ্মপুত্রের থাবায় চিলমারীর চিলমারী ইউনিয়নে ব্যাপক ভাঙন দেখা দেয় এবং ব্যাপক ক্ষতি হয়। এরই প্রেক্ষিতে ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম এলাকাবাসীর সহযোগিতায় নিজ উদ্যোগে ইউনিয়নের পশ্চিম পাশে প্রায় ৪ কিঃ মিঃ এলাকা জুড়ে গাছের পাইলিং বান্ডালের মাধ্যমে নদী ভাঙন রোধে কাজ শুরু করেন। এটি জানতে পেরে চিলমারী তথা উত্তরের কৃতি সন্তান সাবেক এমপি গোলাম হাবিব সাহায্যের হাত বাড়িয়ে দেন।
প্রয়োজনে আরও সহযোগিতা করা হবে জানিয়ে সাবেক এমপি গোলাম হাবিব জানান, এটি একটি ভালো উদ্যোগ, ভাঙন রোধে সরকারসহ সকলকে এগিয়ে আসতে হবে।
//নিউজ/চিলমারী//সোহেল/মার্চ/২৫/২৪