।। উপজেলা প্রতিনিধি ।।
বেলা গড়িয়ে বিকেল মানুষজন ব্যস্ত কেনাকাটায়, ঘড়ির কাঁটা ৪ পেরিয়ে গেছে আর হঠাতেই চিলমারীতে হানা দেয় ঝড়ো হাওয়া ও শিলা। আর নিমিশেই লন্ডভন্ড করে দেয় বেশ কিছু বাড়িঘর, গাছপালা। এ সময় থানাহাট বাজার রনিমোড় এলাকায় দ্বিতল ভবনের ওয়াল ভেঙে ৩ জন আহতের ঘটনা ঘটেছে। এদিকে ঝড়ে বাড়িঘরের ক্ষতিগ্রস্ত হওয়ায় মজিবুর নামে ১ জন প্রতিবন্ধী ভিক্ষুকসহ অনেকে রয়েছে খোলা আকাশের নিচে।
জানা যায়, চিলমারীতে শনিবার (২৩ মার্চ) বিকেলে হঠাতেই শুরু হয় শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া। হঠাতেই হানা দেয়া ঝড়ে আর শিলাবৃষ্টিতে চিলমারীর বেশ কিছু এলাকায় বাড়িঘর, গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঝড় ও শিলাবৃষ্টির থাবায় জোড়গাছ, শরিফের হাট, পুটিমারী, মাছাবান্দা, থানাহাট বাজারসহ বেশকিছু এলাকায় বাড়িঘরের টিন ছিদ্রসহ ঘর ভেঙে গেছে এবং গাছপালা ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গাছ ভেঙে বিদ্যুতের লাইনে পড়ায় বেশকিছু এলাকা রয়েছে বিদ্যুৎ বিহীন। ঝড়ের সময় থানাহাট বাজার রনিমোড় এলাকার হাসি ষ্টুডিও এর দ্বিতল ভবনের একটি ওয়াল ভেঙে পুরা ষ্টুডিও পড়লে দোকানে থাকা ৩ জন আহত হয়। আহতরা হলেন সিমাম (১৬), শিরিনা আক্তার (২৮) ও সত্যজিত রায় (৬০)। আহতের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই বিকালে চিলমারীতে ঝড় শুরু হয়। ঝড়টি প্রায় ২০-২৫ মিনিট স্থায়ী হয়। এ সময় উপজেলার রনিমোড় এলাকায় টিন সেট বিল্ডিং ঘর ভেঙে একটি দোকানে পড়ে। সে সময় দোকানে থাকা ৩ জন আহত হয়। পরে আহতের উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আবু হাসান শাহারীয়ার (মেডিকেল অফিসার) জানান, আহত ব্যক্তিরা অল্পের জন্য বেঁচে গেছে। আপাতত হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রামে পাঠানো হবে।
এদিকে মজিবর রহমান নামে একজন প্রতিবন্ধী ভিক্ষুক মাছাবান্দা এলাকায় কালামের চাতালে একটি ঘর তুলে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছিল, কিন্তু ঝড়ের কবলে তার ঘরটি লন্ডভন্ড হওয়ায় খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুধু চিলমারীতে না, ঝড় জেলার বিভিন্ন এলাকায় হয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামে আর ঝড়ো হওয়ার সম্ভাবনা নেই।
//নিউজ/চিলমারী//সোহেল/মার্চ/২৪/২৪