|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, মার্চ ২৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরে রবিশষ্যের চাষাবাদে নতুন মাত্রা যোগ করেছে সূর্যমুখী ফুল
উলিপুরে রবিশষ্যের চাষাবাদে নতুন মাত্রা যোগ করেছে সূর্যমুখী ফুল। উপজেলার বিভিন্ন চরাঞ্চলের মাটির গুণাগুণ, আবহাওয়া ও জলবায়ু তেলবীজ ফসল সূর্যমুখী চাষ করে লাভবান হওয়ার অপার সম্ভাবনা রয়েছে। তাই উপজেলা কৃষি বিভাগ ব্রহ্মপুত্র নদ বেষ্টিত দুর্গম চরাঞ্চল বেগমগঞ্জ ইউনিয়নের বালাডোবা এলাকার তরুণ উদ্যোক্তা তিন জন বন্ধুকে সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ করতে এক একর জমিতে এই ফুল আবাদ শুরু করেছে। ইতিমধ্যে স্থানীয় কৃষকদের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলেছে।
https://www.ulipur.com/?p=31292
➤ বেগুন চাষে সফল উলিপুরের নাছির
জমিতে দেখা গেছে, পোকা দমনের জন্য ৮-১০ ফুট পরপর সেক্স ফেরোমন ফাঁদ ঝুলিয়ে রাখা হয়েছে। গাছের বেগুন যাতে পাখি নষ্ট করতে না পারে সেজন্য উপরে জাল টানিয়ে দেয়া হয়েছে। প্রতিটি গাছে ঝুলছে ১০ থেকে ১২টি করে বেগুন। বেগুনগুলো দেখলে মনে হয় লাউয়ের মত একটা করে। প্রতিটি বেগুন ২৫০ গ্রাম থেকে দেড়-দুই কেজির উপরে।
https://www.ulipur.com/?p=31296
➤ ভূরুঙ্গামারীতে ৬৬১ পিস ভারতীয় কাপড়সহ গ্রেফতার ২
ভূরুঙ্গামারীতে ৬৬১ পিস ভারতীয় কাপড় পাঁচারকালে দুইটি অটোরিকশাসহ ২ জন চোরাকারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। শনিবার (২৩ মার্চ) দুপুরে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন।
https://www.ulipur.com/?p=31313
➤ ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনের কবলে ২৫০ পরিবার, নদে বিলীন ৮’শ বিঘা ফসলী জমি
ভাঙনের হুমকির মুখে রয়েছে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্র, নামাজের চর মহাবিদ্যালয়, নামাজের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুনামগঞ্জ (খেয়ার চর) বাজারসহ ফসলী জমি। ফলে ভাঙন আতঙ্কে রয়েছে ওই এলাকার মানুষজন। অব্যাহত ভাঙন ঠেকাতে ব্যক্তি ও সামাজিক উদ্যোগে গাছের ডাল ও বস্তা ফেলে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন ব্রহ্মপুত্র পাড়ের মানুষজন।
https://www.ulipur.com/?p=31318