।। নিউজ ডেস্ক ।।
দেশের বাজারে আবারও হ্রাস পেয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের স্বর্ণের ভরি ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লক্ষ ১১ হাজার ১৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে বুধবার (২০ মার্চ) থেকে নতুন এ স্বর্ণের দাম কার্যকর করা হবে। মঙ্গলবার (১৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।
নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লক্ষ ১১ হাজার ১৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লক্ষ ৬ হাজার ১৪২ টাকা, যা পূর্বে ছিল ১ লক্ষ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৯২ হাজার ৩৭৯ টাকা থেকে কমিয়ে ৯০ হাজার ৯৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৬ হাজার ৯৮২ টাকার পরিবর্তে ৭৫ হাজার ৮১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে বাজারে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা রয়েছে।