।। নিউজ ডেস্ক ।।
একুশে পদক পাওয়ার পর এবারে সমাজসেবায় বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার ২০২৪ পেতে যাচ্ছেন কুড়িগ্রামের সন্তান অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন। এ বছর স্বাধীনতা পদক পাওয়ার জন্য মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ব্যক্তি-প্রতিষ্ঠান ও সংগঠনের শুভেচ্ছা আর অভিনন্দনে ভাসছেন আব্রাহাম লিংকন।
জাতীয় পর্যায় গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এবার ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে সমাজসেবা/জনসেবা ক্যাটাগরিতে স্বাধীনতা পদক ২০২৪ পুরস্কার পাচ্ছেন ২০২২ সালে একুশে পদক প্রাপ্ত কুড়িগ্রামের কৃতি সন্তান কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের ইতিহাস গবেষক, বহুমাত্রিক লেখক, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন। আগামী ২৫ মার্চ আনুষ্ঠানিক ভাবে পুরস্কার তার হাতে তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) জাহেদা পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করেন।
স্বাধীনতা পুরস্কার পাওয়ার জন্য মনোনীত হওয়ায় প্রতিক্রীয়ায় আব্রাহাম লিংকন বলেন, মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস নিয়ে অনেকদিন ধরে কাজ করছি। কাজ করছি মানুষের কল্যাণে দীর্ঘদিন থেকে। বিচারক মন্ডলীকে ধন্যবাদ, আমি তৃণমূলে থাকলেও তারা আমার কাজের মূল্যায়ন করেছেন। এই সন্মান আমাকে দেশ ও সমাজের জন্য আরও বেশি কাজ করার জন্য দায়বদ্ধ করল। আমার এ অর্জন আমি এ জনপদের মানুষের জন্য উৎসর্গ করলাম।
অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন ১৯৬৬ সালের ১৪ নভেম্বর কুড়িগ্রাম শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮৯ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস ও ১৯৯০ সালে সিনেট সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত কুড়িগ্রাম আইন মহাবিদ্যালয়ে কোনো বেতন বা সন্মানী ছাড়াই ৩২ বছর ধরে অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। তিনি ফেলানী হত্যা মামলায় তার পরিবারকে আইনি সহায়তা দিয়েছেন। তিনি ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।
বহুমাত্রিক মানুষ আব্রাহাম লিংকন তিনি বাংলা একাডেমির উদ্যোগে প্রণীত মুক্তিযুদ্ধ ও আঞ্চলিক ইতিহাস নিয়ে লেখা ১৬টি গ্রন্থের লেখক। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য ও এশিয়াটিক সোসাইটির গবেষক। বিভিন্ন জাতীয় দৈনিকে তাঁর লেখা কলাম নিয়মিত প্রকাশিত হয়। ছাত্র জীবন থেকে রাজনৈতিক অঙ্গনে যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
মুক্তিযুদ্ধের গৌরবোজ্জল ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুড়িগ্রামের বিশিষ্ট আইনজীবী এস এম আব্রাহাম লিংকন ব্যক্তিগতভাবে ২০১২ সালে গড়ে তোলেন উত্তরবঙ্গ জাদুঘর। নিজ বাড়ির ড্রয়িং রুম, শোবার ঘর, বারান্দা, পাঠকক্ষসহ সর্বত্রই এই জাদুঘরের স্মারকগুলো ছড়িয়ে রয়েছে। এটি দিনে জাদুঘর, রাতে বাড়ি হিসেবে পরিচিতি হয়েছে।