।। লাইফস্টাইল ডেস্ক ।।
বেশকিছু রোগের চিকিৎসার গুরুত্বপূর্ণ চিকিৎসার মাধ্যম হিসেবে ইনহেলার ব্যবহার করা হয়। বিভিন্ন শ্বাসজনিত রোগ, যেমন অ্যাজমা ও ফুসফুসের প্রদাহজনিত রোগ সিওপিডি (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ) এবং কাশির সমস্যায় ইনহেলারের প্রয়োজন হয়। মুখ দিয়ে ইনহেলার গ্রহণ করতে হয়, তাই অনেকেই মনে করেন এতে রোজা নষ্ট হয়। কিন্তু রোজার সময় ইনহেলার ব্যবহার আসলেই নিষেধ করা হয়েছে।
ইনহেলার নিলে রোজা ভেঙে যায় কি না, এ ব্যাপারে বেশকিছু মতবিরোধ ছিল। কিন্তু বিশ্বের অনেক ইসলামিক পণ্ডিত একমত হয়েছেন যে, কারও যদি শ্বাসজনিত দীর্ঘমেয়াদি সমস্যা থাকে, যেমন অ্যাজমা বা সিওপিডি এবং যদি ইনহেলার ব্যবহার করা বাধ্যতামূলক হয়ে যায়, তাহলে তার রোজা ভঙ্গ হবে না। কারণ ইনহেলার খাদ্যের পরিপূরক নয়।
যেহেতু ধর্মীয়ভাবে কোনো বাধ্যবাধকতা নেই, তাই চিকিৎসার অংশ হিসেবে একজন চিকিৎসক যদি কাউকে ইনহেলার নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন, সেটা অবশ্যই মেনে চলা উচিত এবং এ ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই।