মো : মির্জা জালাল : গতকাল দুপুর ১২টায় উলিপুর বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় বিস্কুট দৌড় খেলায় ময়দার পরিবর্তে চুন ব্যবহারের ফলে ১০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় উলিপুর চৌরঙ্গীর মোড়ে মানববন্ধন করে রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি ,উলিপুর উপজেলা শাখা ।মানববন্ধনে অভিভাবক, শিক্ষার্থী ছাড়াও উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ নেয়।উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, রেল- নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি, কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জামিউল ইসলাম বিদ্যুৎ,কোষা্ধ্যাক্ষ সুজা সরকার,দপ্তর সম্পাদক খন্দকার আরিফ, কার্যকরী সদস্য অনিকেত মাসুম, উলিপুর শাখার সভাপতি আপন আলমগীর, সাধারণ সম্পাদক নুরআমিন , অভিভাবক দেলওয়ার হোসেন, বাবু দেব, মিনহাজ মিজান, কৃষ্ণ কমল বর্মন, আবু জাফর সোহেল রানা সহ প্রমুখ ।বক্তরা বলেন, অভিযুক্তদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক এর নিকট স্বারকলিপি প্রদান করা হয়।
সুষ্ঠু বিচারের দাবিতে গণকমিটির মানববন্ধন ও স্বারকলিপি প্রদান
0
Ulipur.com
Ulipur.com is an online news portal focusing news & information from Kurigram, a northern district of Bangladesh.