|| নিউজ ডেস্ক ||
আজ বুধবার, মার্চ ১৩, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ উলিপুরের কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দুদোকের অভিযান
উলিপুরের কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রাম হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। টিম অভিযুক্ত প্রধান শিক্ষক ও নিয়োগপ্রত্যাশী কয়েকজন প্রার্থীদের সঙ্গে অভিযোগের ব্যাপারে কথা বলে। অভিযানকালে নিয়োগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়।
➤ উপজেলা নির্বাচন করবেন সাজু
কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সদস্য। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। গত সংসদ নির্বাচনে আমি কুড়িগ্রাম-৩ আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলাম। মনোনয়ন পাইনি। এবার উপজেলা নির্বাচন করতে এলাকায় এসেছি।
➤ চিলমারীতে ব্যক্তিগত জমিতে এলজিইডির সেতু নির্মাণ
চিলমারীতে জমি অধিগ্রহণ না করেই ব্যক্তি মালিকানা জমির উপর সেতু নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের (এলজিইডি) বিরুদ্ধে। সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার রমনা মডেল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পাত্রখাতা গ্রামের সংযোগ সেতু নতুন করে নির্মাণ ২০২৩ সালে শুরু হয়। রংপুর বিভাগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৬৮ মিটার দৈর্ঘ্যের সেতুটির কাজ শুরু করে এলজিইডি। ৩ কোটি ৪০ লক্ষ ৩১ হাজার ২৯৬ টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ করা হয়।
https://www.ulipur.com/?p=31138