|| নিউজ ডেস্ক ||
আজ রবিবার, মার্চ ১০, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ কুড়িগ্রামে বাসের ধাক্কায় একজন নিহত
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে যাত্রীবাহী বাস চাপায় প্রাণ গেছে অজ্ঞাতনামা (৭০) এক ভিক্ষুকের। শনিবার (০৯ মার্চ) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-নাগেশ্বরী সড়কের পাটেশ্বরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
https://www.ulipur.com/?p=31082
➤ কুড়িগ্রামে এক বছরে উদ্ধার হয়েছে ৩২ কোটি টাকার মাদকদ্রব্য
উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম। জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে পাচার হয়ে আসছে মাদক। আর এসব মাদক পাচার রোধে ও চোরাকারবারিদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে নিয়মিতই। যার ধারাবাহিকতায় প্রায় দিনই মাদকের চালান আটক করছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
https://www.ulipur.com/?p=31088
➤ কুড়িগ্রামের তিন উপজেলায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
কুড়িগ্রামের নাগেশ্বরী, উলিপুর ও চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
https://www.ulipur.com/?p=31099
➤ কুড়িগ্রামে নাটিকায় প্রতিবাদ জানিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নাটিকায় প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে কিশোরীরা। রবিবার (১০ মার্চ) বিকেলে সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট (এএফএডি) পার-২ প্রকল্পের মাধ্যমে ”ফুলতির জীবন গাঁথা” নামে এ নাটক প্রদর্শন করে। গ্রামের স্কুল পড়ুয়া কিশোরীরা এ নাটকের মাধ্যমে নারীদের মজুরি বৈষম্য ও স্কুল থেকে কিশোরীদের ঝরে পড়ার গল্প দর্শকদের মাঝে উপস্থাপন করে।
https://www.ulipur.com/?p=31102