।। নিউজ ডেস্ক ।।
কুড়িগ্রামের নাগেশ্বরী, উলিপুর ও চিলমারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মার্চ) সকাল ১০টায় নাগেশ্বরী উপজেলা প্রশাসন থেকে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ মাঠে ফায়ার সার্ভিস ডিফেন্সের সহযোগিতায় ভূমিকম্প, বজ্রপাত ও অগ্নিকাণ্ড সচেতনতা বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানসমূহে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখ্খারুল ইসলাম, নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ইনচার্জ ইমন মিয়া, প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুক প্রমুখ।
অন্যদিকে উলিপুরে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা, উপজেলা শিক্ষা অফিসার আমির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সখিনা খাতুন, নারী সংগঠনের নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।
এছাড়াও চিলমারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতিকুজ্জামান আতিক, ইউপি সদস্য মোঃ মোক্তার আলী, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা ফারার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ শ্রী নায়ায়ন চন্দ্র, সাপ্তাহিক যুগের খবরের সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, ফ্রেন্ডশিপের সিনিয়র ম্যানেজার মোঃ মাহফুজার রহমান, সংঘ প্রকল্পের টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায় প্রমুখ। এ সময় কলেজের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আয়োজনে গোলাম হাবিব মহিলা ডিগ্রি কলেজ মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন বিষয়ের উপর মহড়া অনুষ্ঠিত হয়।