|| নিউজ ডেস্ক ||
আজ শনিবার, মার্চ ০৯, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ ভূরুঙ্গামারী ইউপি চেয়ারম্যানসহ বাড়ির ৭ জন সদস্য অচেতন
ভূরুঙ্গামারীর বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হকসহ বাড়ির ৭ জন সদস্য একযোগে অচেতন হয়ে পরেছেন। শুক্রবার (০৮ মার্চ) সন্ধ্যায় অসুস্থ সকলকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। চিকিৎসকরা ধারণা করছেন চেতনানাশক স্প্রে করার ফলে পরিবারের সবাই অসুস্থ হয়ে পরেছেন। পুলিশ কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করে কিছু তথ্য-উপাত্ত পেয়েছেন।
https://www.ulipur.com/?p=31051
➤ কুড়িগ্রাম জেলা পরিষদের উপ নির্বাচনে জয়ী হলেন আ ন ম ওবাইদুর রহমান
কুড়িগ্রামে জেলা পরিষদের উপ-নির্বাচনে বেসরকারি ভাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন আ ন ম ওবাইদুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ৫২৭টি নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনারস প্রতীক মোঃ জাফর আলী পেয়েছেন ৪৭১টি ভোট। শনিবার (০৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সবকটি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে নিবার্চনী ভোট দেন ভোটাররা।
https://www.ulipur.com/?p=31065
➤ উলিপুর উপ নির্বাচনে নারী সংরক্ষিত ইউপি সদস্য পদে জয়ী ইতি বেগম
উলিপুরে হাতিয়া ইউনিয়নের ২নং সংরক্ষিত ইউপি সদস্য পদে উপনির্বাচনে ১৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বক প্রতীকের প্রার্থী ইতি বেগম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলিকপ্টার প্রতীকের ফাতেমা বেগম পেয়েছেন ১ হাজার ২৬৬ ভোট। মাইক প্রতীকের আদরি বেগম পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট ও তালগাছ প্রতীকের শাপলা বেগম পেয়েছেন ৩৭৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
https://www.ulipur.com/?p=31071