।। উপজেলা প্রতিনিধি ।।
উলিপুরে হাতিয়া ইউনিয়নের ২নং সংরক্ষিত ইউপি সদস্য পদে উপনির্বাচনে ১৬৪ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন বক প্রতীকের প্রার্থী ইতি বেগম। তিনি পেয়েছেন ১ হাজার ৪৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেলিকপ্টার প্রতীকের ফাতেমা বেগম পেয়েছেন ১ হাজার ২৬৬ ভোট। মাইক প্রতীকের আদরি বেগম পেয়েছেন ১ হাজার ১৯৯ ভোট ও তালগাছ প্রতীকের শাপলা বেগম পেয়েছেন ৩৭৯ ভোট। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া সন্ধ্যায় বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
শনিবার (০৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৪টি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়। এ নির্বাচনে ৪জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৮ হাজার ৫২০ ভোট। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ২৫৮ জন ও নারী ভোটার ৪ হাজার ২৬২ জন। মোট ভোট পড়েছে ৪ হাজার ৫৩১টি।
গত বছরের ৬ আগস্ট উপজেলার হাতিয়া ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ০২ নং সংরক্ষিত নারী সদস্য বুলবুলি বেগম অসুস্থতাজনিত কারণে মারা গেলে ওই আসনটি শূন্য হয়।
রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা এরশাদুল হক মিয়া বলেন, উপনির্বাচনে ৪টি কেন্দ্রে কোন প্রকার অপ্রতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
//নিউজ//উলিপুর//মালেক/মার্চ/০৯/২৪