|| নিউজ ডেস্ক ||
আজ শুক্রবার, মার্চ ০৮, ২০২৪। কুড়িগ্রাম জেলার বিভিন্ন ঘটনার তথ্য নিয়ে এ সংবাদ।
➤ রাজিবপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো প্রেসক্লাবের ফুটবল টুর্নামেন্ট
“নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এ স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে অডিটরিয়াম হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়।
➤ রমজান উপলক্ষে উলিপুরে দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
উলিপুরে রমজান উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নে এক হাজার ২৩০ দুস্থ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মার্চ ) বিকেলে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর আয়োজনে অফিস চত্বরে প্রতিটি পরিবারে ৪০কেজি চাল, ৫ লিটার সোয়াবিন তেল, ৪ কেজি মুসুর ডাল, ৫ কেজি ছোলা, ৩ কেজি চিনি, এক কেজি লবণ ৩ কেজি চিড়া বিতরণ করা হয়।
https://www.ulipur.com/?p=31038
➤ চিলমারীতে শুরু হলো পাঁচ দিনব্যাপী পণ্ডিত বইমেলা
সবশেষ সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ভারতের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী অসীম গিরি বন্দোপাধ্যায় ও বাংলাদেশের প্রখ্যাত ভাওয়াইয় শিল্পি ভূপতির্ভষণ বর্মার । প্রধান অতিথি বক্তব্যে বলেন, যারা বই মেলায় আসে এবং বই পড়ে তারাই পণ্ডিত। এই মেলার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। এই মেলার আহবায়ক নাহিদ হাসান নলেজের হৃদয়টা অনেক বড়, সে চায় দেশ ও বিদেশ থেকে মানুষজন মেলায় আসুক, যদি সে পারতো তাহলে ১৭ কোটি মানুষকই মেলায় আনতো। আসুন মেলায় আর বই কিনুন।
https://www.ulipur.com/?p=31041